০১। জন্ম সনদ এর ফটোকপি (সত্যায়িত) ও জন্ম সনদের অনলাইন যাছাই কপি।
০২। এসএসসি সনদ (সত্যায়িত)/ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যয়ন।।
০৩। নাগরিক সনদ(মূল কপি) ।
০৪। পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
০৫। বিবাহিত হলে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
০৬। রক্তের গ্রুপ এর কপি, ৭। সম্প্রতি তোলা ছবি ১কপি (ফরমে সংযুক্ত করিতে হইবে)
০৮। প্রবাসী হলে পাসপোর্টের কপি এবং দৈত নাগরিক হলে স্বরাষ্ট্য মন্ত্রনালয়ের অনুমোদন। ০৯। বিদ্যুৎ বিল/কর রশিদ ফটোকপি।
** উপরে উলল্লখিত দলিলাদিসহ অনলাইনে আবেদন করতে হবে।
** আবেদনকৃত ফরমের ২য় পৃষ্ঠায় ৩৪ নম্বরে (সনাক্তকারী) পিতা/মাতা/স্বামী/স্ত্রীর এনআইডি নম্বর, ৩৫ নম্বরে পিতা/মাতা/স্বামীর স্বাক্ষর। ৪০ নম্বরে (যাচাইকারী) মেম্বরের র্পূন নাম, ৪১ নম্বরে মেম্বরের এন আইডি নম্বর, ৪২ নম্বরে মেম্বরের সিলসহ স্বাক্ষর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস